দুপচাঁচিয়ায় দুই চো”র ও মা’দক বিক্রেতা সহ তিনজন গ্রে”ফতার

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৩

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
গত ১২ মার্চ  রোববার রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুই চোর ও মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। এরা হলো, দুই চোর উপজেলার লালুকা গ্রামের বাবলুর ছেলে জাহাঙ্গীর আলম (৩৯) ও কাহালু উপজেলার চাঁনপুর গ্রামের হেলাল উদ্দীনের ছেলে আরিফ উদ্দীন (৩২)। পুলিশ তাদেরকে কাছ থেকে আইপিএস এর চোরাই ব্যাটারী যার আনুমানিক মুল্য ১২ হাজার টাকা উদ্ধার করেছে। একই রাতে পুলিশ মাদক বিক্রেতা পৌরসভার সরদারপাড়ার জয়নাল আবেদীনের ছেলে মিন্টু মিয়াকে (৩৬) তার বাড়ির সামনে থেকে গ্রেফতার করে। পুলিশ তার কাছ থেকে ১০ পুড়িয়া হেরোইন ও ৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। ওই রাতেই তার বিরুদ্ধে থানায় পৃথক মামলা হয়েছে। পুলিশ গ্রেফতারকৃতদেরকে ১৩ মার্চ  সোমবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।