দুপচাঁচিয়ায় সন্ত্রাস মাদক ইভটিজিং বাল্যবিয়ে প্রতিরোধে সভা

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৩

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
১২ মার্চ রোববার বিকালে দুপচাঁচিয়া থানা পুলিশের আয়োজনে চৌমুহনী বাজার চত্বরে সন্ত্রাস, মাদক, ইভটিজিং ও নারী নির্যাতন, বাল্যবিয়ে প্রতিরোধে জনসচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে। “এসো বদলে যাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (আদমদীঘি সার্কেল) নাজরান রউফ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, স্থানীয় ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম মোল্লা, দপ্তর বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ মঞ্জু, বিআরডিবির চেয়ারম্যান শেখ মোত্তালেব হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম পলাশ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে.এম বেলাল, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, স্থানীয়দের মধ্যে পল্লী চিকিৎসক নজরুল ইসলাম, আব্দুর রাজ্জাক কিনা, বাপ্পী হাসান প্রমুখ। সমগ্র সভাটি পরিচালনা করেন, এসআই নাসির উদ্দীন।