দুপচাঁচিয়ায় বী’র মুক্তি’যো’দ্ধাকে মা’রপিটের অ’ভিযোগে মা’মলা : গ্রে’ফতার এক

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৩

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
গত ৫ মার্চ  রোববার রাতে দুপচাঁচিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমকে মারপিটের অভিযোগে থানায় মামলা হয়েছে। পুলিশ ওই রাতেই এজারহার ভুক্ত আসামি সাজ্জাত হোসেন (৪৫) গ্রেফতার করেছে।
থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, উপজেলার গুনাহার ইউনিয়নের ছোট বেড়াগ্রাম এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম (৭০) এর সাথে তারই নিকটতম আত্মীয় ও প্রতিবেশী জায়গা-জমি নিয়ে নিয়ে বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন গত ২৮ ফেব্রæয়ারি মঙ্গলবার সকাল ৬টায় প্রতিপক্ষরা তার দখলীয় জায়গা জোরপূর্বক দখল করতে যায়। এ সময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম বাধা দিলে তাকে এলোপাথারি কিল, ঘুশি ও হত্যার উদ্দেশ্য কোদাল দিয়ে মাথায় আঘাত করে যক্ষম করে। গুরুত্বর যক্ষম অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হয়ে গত রোববার রাতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম নিজেই বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। পুলিশ মামলা গ্রহণ করেই রাতেই অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি বেড়াগ্রামের আব্দুল মজিদের ছেলে সাজ্জাত হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে। পুলিশ গ্রেফতারকৃত আসামিকে ৬ মার্চ  সোমবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।