দুপচাঁচিয়ার তালোড়া মা’দ্রাসা ছা’ত্রীকে শ্লী লতাহানির অভিযোগে মামলা : গ্রেফতার এক সময় বার্তা সময় বার্তা প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৩ দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : গত ৩ মার্চ শুক্রবার রাতে দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় গাংবেলঘড়িয়া জামিয়া হানাফিয়া মহিলা মাদ্রাসার ছাত্রীকে (১৩) শ্লীলতাহানি অভিযোগে থানায় মামলা হয়েছে। ছাত্রী (১৩) বাবার থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, উপজেলার তালোড়া গাংবেলঘড়িয়া গ্রামের জামিয়া হানাফিয়া মহিলা মাদ্রাসার ছাত্রী (১৩) মিজান বিভাগে অধ্যয়নরত। ওই মাদ্রাসার আবাসিক ভবনে অবস্থান করে পড়াশুনা করে আসছে। ওই মাদ্রাসার মহাতামিমের বাবা গাংবেলঘড়িয়া গ্রামের মৃত জাকারিয়া আকন্দের ছেলে সাখাওয়াত হেসেন (৫৪) তার ছেলের অনুপস্থিতিতে মাদ্রাসার নিরিহ ছাত্রীদেরকে নানা প্রলোভন সহ উত্তোক্ত করে থাকে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে মাদ্রাসার অনেক শিক্ষার্থী পড়াশুনা বাদ দিয়ে চলেও গেছে। উক্ত সাখাওয়াত হোসেন এক মাস আগ থেকেই ছাত্রী (১৩) এর পিছনে লাগে এবং তাকে অশ্লীল অঙ্গভঙ্গি করিয়া আসিতেছিলো। মেয়েটি লোকলজ্জার ভয়ে বিষয়টি নিয়ে কাউকে কিছু জানয়নি। ঘটনার দিন গত ২১ ফেব্রæয়ারি দুপুরে মাদ্রাসার বিরতির সময় মহাতামিম বাহিরে গেলে সুযোগ বুঝে সাখাওয়াত হোসেন তার অফিস কক্ষে প্রবেশ করে। এ সময় শিক্ষার্থী (১৩) দুপুরে খাবার খেয়ে ঘুমাতে যাওয়ার সময় তাকে অফিস কক্ষে ডেকে নেয় এবং ওই শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি ঘটায়। এ সময় সে চিৎকার দিলে সাখাওয়াত হোসেন তাকে বিভিন্ন ভয়ভীতি হুমকি দিয়ে মাদ্রাসা থেকে পালিয়ে যায়। এ বিষয়ে শিক্ষার্থীর বাবা নিজেই বাদী হয়ে তার মেয়ের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানী ঘটিয়ে অপুরনীয় ক্ষতি সাধন হয়েছে মর্মে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। পুলিশ মামলা গ্রহণ করে রাতেই এজাহারভুক্ত একমাত্র আসামী সাখাওয়াত হোসেনকে গ্রেফতার করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সজীব মাহমুদ জানান, গ্রেফতারকৃত সাখাওয়াত হোসেনকে ৪ মার্চ শনিবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। SHARES জেলা/উপজেলা বিষয়: