দুপচাঁচিয়া জাতীয় ভোটার দিবস পালিত

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৩

ফিরোজ হোসেন, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
গতকাল বৃহস্পতিবার দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে জাতীয় ভোটার দিবস উপলক্ষে পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে পরিষদের সভাকক্ষে সহকারী কমিশনার (ভূমি) রুপম দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সামছুল হক আকন্দ, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে.এম বেলাল, নির্বাচন অফিসের ডাটা অপারেটর আসাদুল ইসলাম, ভোটারদের মধ্যে সোহান হোসেন, হাফসা খাতুন প্রমুখ।