দুপচাঁচিয়ায় চেক ডিজঅনার মামলার আসামী ও ন’কল স্বর্ণ প্র’তা’রক চ’ক্রের দুই নারী সদস্যসহ গ্রে’ফতার ৩

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৩

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
গত বুধবার রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ নকল স্বর্ণ প্রতারক চক্রের দুই নারী সদস্যসহ তিনজনকে গ্রেফতার করেছে।
উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বেলহালী গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে জাহেদুল ইসলাম (৩৪) এর থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, তার চৌমুহানী বাজারের মেসার্স আনোয়ারা জুয়েলার্স নামক স্বর্ণের দোকান রয়েছে। প্রতিদিনের ন্যায় ঘটনার দিন গত বুধবার সকালে সে তার দোকান খোলে বিকাল আনুমানিক সাড়ে ৩ ঘটিকায় রংপুর জেলার পীলগঞ্জ উপজেলার লাটমিঠিপুর গ্রামের হযরত আলীর স্ত্রী শিল্পি আক্তার (৪৪) ও হায়দার আলীর স্ত্রী গোলেস্তারা বেগম (৩৫) তার দোকানে আসে। তারা পূর্ব পরিকল্পিতভাবে তাদের পরিচয় গোপন করে সাহারপুকুরের একটি বয়লার চাতালে কাজ করে এবং তাদের বাড়ি গোবিন্দপুর পাঁচখুপি গ্রামে জানায়। তারা তাদের একটি স্বর্ণের চেন যাহার ওজন ১ ভরি ১ আনা পাঁচ রতি বিক্রি করবে বলে দোকানদার জাহেদুল ইসলামকে জানায়। জাহেদুল ইসলাম স্বর্ণের চেনটি পরীক্ষা নিরিক্ষা করে সঠিক বলে নিশ্চিত হয় এবং ৬০ হাজার টাকায় কিনতে সম্মত হয়। চেনটি দোকানের সামনে রেখেই আসামিরা দোকানের কানের দুল পছন্দ করে এবং ৩ আনা ওজনের দুই জোড়া কানের দুল হেফাজতে নেয়। কানের দুলের টাকা বাদ দিয়ে অবশিষ্ট ৩০ হাজার টাকা চেনের মুল্যে তাদেরকে দেয়। এরই এক ফাঁকে সু-কৌশলে প্রতারক নারী দুই সদস্য স্বর্ণের চেনটি সড়িয়ে সিডি গোলের নকল স্বর্ণের চেন রেখে দিয়ে দ্রæত দোকান থেকে সটকে পড়ে। তাদের দ্রæত সরে যাওয়ায় দোকানদারের মনে সন্দেহ হয়। সে ক্রয়কৃত স্বর্ণের চেনটি তাৎক্ষণিক ভাবে পুনঃরায় পরীক্ষা করে সিডিগোল্ড বলে প্রমানিত হয়। সে মটরসাইকেল নিয়ে দ্রæত সে চৌমহনী বাজারে গিয়ে মহিলা দুই প্রতারককে ধাওয়া করে এবং স্থানীয় মানুষদের সহায়তায় তাদেরকে আটক করে। পরে ওই রাতেই তাদেরকে থানায় সোপর্দ করে এবং ওই রাতেই তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে থানায় মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা সুজাউদ্দৌলা সরকার মামলা গ্রহণের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণা চক্রের সক্রিয় সদস্য বলে শিকার করেছে। অপর দিকে পুলিশ গ্রেফতারি পরোয়ানামুলে উপজেলা সদরের জয়পুরপাড়ার মেসার্স শাকিব এন্টারপ্রাইজ প্রোঃ মৃত ইমাম আলীর ছেলে আব্দুল জলিলকে (৫৫) গ্রেফতার করেছে। পুলিশ গ্রেফতারকৃতদেরকে ০২ মার্চ  বৃহস্পতিবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।