ঝিনাইগাতীতে ২১ শে ফেব্রুয়ারী,আন্তর্জাতিক মাতৃভাষা সৈনিকদের প্রতি যথাযোগ্য মর্যাদার সহিত পুষ্প স্থাপন ও  বিনম্র শ্রদ্ধা

প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৩

মোঃসরোয়ার:ঝিনাইগাতী(শেরপুর)প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান ২১ শে ফেব্রয়ারী (২০২৩) যথাযোগ্য মর্যাদায় ভাষাশহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে । রাত ১২টা ১ মিনিটের সময় স্থানীয় শহিদ মিনারে আনুষ্ঠানিক ভাবে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ,ঝিনাইগাতী থানা, বীর মুক্তিযোদ্ধা, জাসদ,যুবলীগ,ছাত্রলীগ,শ্রমিক লীগ, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট, সুইট হোম কোচিং সেন্টার, প্রাথমিক শিক্ষক সমিতি ঝিনাইগাতী শাখা সহ বিভিন্ন সামাজিক সংগঠন ভাষাশহীদের ফুলেল শ্রদ্ধাজ্ঞলি জানিয়ে পুস্পস্তবক অর্পণ করেন । পরে ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন সহ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় ।  আজ সকালে উপজেলার হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদের সভাপতিত্বে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় । বাঙালি জাতির অহংকারের দিন মহান ২১ শে ফেব্রয়ারী ভাষা আন্দোলনের স্মৃতি চারণ করে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস,এম,এ ওয়ারেজ নাইম, সহকারী কমিশনার ভূমি আশরাফুল কবীর, ওসি মনিরুল আলম ভূইয়া, ওসি তদন্ত আবুল কাশেম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, যুবলীগের সাধারণ সম্পাদক শাহা আলম, জাসদের এ,কে,এম সামেদুল হক প্রমুখও । পরে আন্র্Íজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঝিনাইগাতীর সেচ্ছাসেবী সংগঠন দি প্যাসিফিক ক্লাব আয়োজিত উপজেলার সামনে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।