দুপচাঁচিয়া আলোহালী ফুটবল ফাইনালে তালোড়া একাদশ চ্যাম্পিয়ান সময় বার্তা সময় বার্তা প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৩ দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : ৩ জানুয়ারি শুক্রবার বিকালে দুপচাঁচিয়া উপজেলার পশ্চিম আলোহালী মধ্যপাড়া ক্রীড়া একাডেমির আয়োজনে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা পশ্চিম আলোহালী মাঠে অনুষ্ঠিত হয়েছে। তীব্র প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ এই ফাইনাল খেলায় তালোড়া জুনিয়র ফুটবল একাদশ ১-০ গোলে দুপচাঁচিয়া ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে। খেলাটি পরিচালনা করেন সাজ্জাত হোসেন তাকে সহযোগিতা করেন আলম ও আয়নাল। খেলা শেষে সদর ইউনিয়ন চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী, তার বাবা বীরমুক্তিযোদ্ধা শাহজাহান আলী, মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক আহম্মেদুর রহমান বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুর রশিদ সরকার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, আওয়ামীলীগ নেতা এনামুল হক টি রানা প্রমুখ। শেষে চ্যাম্পিয়ান ও রানার আপ দলের মাঝে পুরস্কার প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, ক্রীড়া সংগঠক আজিজুল হক। SHARES জেলা/উপজেলা বিষয়: