দুপচাঁচিয়ায় শেখ কামাল আন্তঃস্কুল ও আন্তঃমাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সময় বার্তা সময় বার্তা প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৩ দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: ২৫ জানুয়ারি বুধবার দুপচাঁচিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শেখ কামাল আন্তঃস্কুল ও আন্তঃমাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার সমাপনি ও পুরস্কার বিতরণী সভা দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মাহমুদুন্নবী, সদর ইউনিয়ন চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসার, বীরমুক্তিযোদ্ধা সুজ্জাত আলী প্রমুখ। পরে বিভিন্ন অ্যাথলেটিকস প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, সাবেক ব্যাংকার আজিজুল হক। SHARES জেলা/উপজেলা বিষয়: