দুপচাঁচিয়ায় না*শকতা মামলার বিএনপি নেতা সন্দিহাল ০৬ আসামী ও ০১ মা*দক ব্যবসায়ীসহ ০৭ জন গ্রে*ফতার সময় বার্তা সময় বার্তা প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৩ দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : গত ১৬ জানুয়ারি সোমবার রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ মাদক বিক্রেতাসহ নাশকতা মামলার বিএনপি নেতা সন্দিহাল ছয় আসামীসহ সাত জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো উপজেলা সদরের জয়পুরপাড়ায় আব্দুর রশিদ ফকিরের ছেলে মাদক বিক্রেতা রানা ফকিরকে (২০)। একই রাতে পুলিশ বিশেষ ক্ষমতা ও বিষ্ফোরক দ্রব্য আইনের মামলার সন্দিহাল আসামী বিএনপি নেতা চকসুখানগাড়ী গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে আবু রায়হান ওরফে রহিম (২৮), পশ্চিম বোরাই গ্রামের আমিনুল হক তালুকদারের ছেলে পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জাহিদুল হক তালুকদার কাজল (৫০), মহলদারপাড়া গ্রামের আজাদ মন্ডলের ছেলে বুলবুল (৩২), চামরুল টেমা গ্রামের দিলবর রহমানের ছেলে বিপ্লব হোসেন (৩২), কাথহালী শ্রীপুর গ্রামের মহম্মদ আলীর ছেলে জিয়াউল হক জিয়া (৩৫) ও মাটাই ফকিরপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মজিদ ফকির (৬০)। পুলিশ গ্রেফতারকৃত আসামীদেরকে ১৭ জানুয়ারি মঙ্গলবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে। SHARES জেলা/উপজেলা বিষয়: