দুপচাঁচিয়ায় মাটি বোঝাই ট্রাক জব্দ, ওজন কম দেওয়ায় ৩ ফলের দোকানে জরিমানা সময় বার্তা সময় বার্তা প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৩ দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : ৪ জানুয়ারি বুধবার দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড রুপম দাস তালোড়া গয়াবান্দা পলিপাড়া এলাকায় নাগর নদ থেকে অবৈধ ভাবে মাটি কেটে ট্রাক বোঝাই এর সময় ট্রাকটি জব্দসহ পৃথক অভিযানে তিনটি ফলের দোকানে ওজনে কম দেওয়ার অভিযোগে ১৩ হাজার টাকা জরিমানা করেছে। জানা গেছে, উপজেলা তালোড়া ইউনিয়নের গয়াবান্দা পলিপাড়া এলাকায় এক শ্রেণির মাটি ব্যবসায়ী নাগর নদে মাটি কেটে ট্রাক বোঝাই করে বিক্রি করে ব্যবসা করে আসছে। ঘটনার দিন গতকাল বুধবার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড রুপম দাস ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে ট্রাক চালকসহ মাটি কাটার শ্রমিকরা পালিয়ে গেলেও আদালত মাটি বোঝাই ট্রাকটি জব্দ করে নিয়ে আসেন। একই দিন ভ্রম্যমান আদালত উপজেলার চৌমুহনী বাজার ও দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড সংলগ্ন ৩টি ফলের দোকানে ওজনে কম দেওয়ায় ভোক্তা অধিকার আইনে ফল ব্যবসায়ী মোমিনুর রহমানের ৫ হাজার টাকা, মাসুদ রানা ৩ হাজার টাকা ও দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ডের ফজলু ৫ হাজার টাকা জরিমানা করেন। SHARES Uncategorized বিষয়: