দুপচাঁচিয়ায় পূবালী ব্যাংকের ৪৯৩তম শাখার যাত্রা শুরু সময় বার্তা সময় বার্তা প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২২ ফিরোজ হোসেন নিজস্ব প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে পূবালী ব্যাংকের ৪৯৩তম শাখা। সিও অফিস সংলগ্ন উষা প্লাজায় ব্যাংকের নতুন শাখার কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক, দুপচাঁচিয়া শাখার ব্যবস্থাপক এনামুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পূবালী ব্যাংক বগুড়া অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ বেল্লাল হোসেন। এছাড়াও বক্তব্য দেন পূবালী ব্যাংকের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের সহকারি ব্যবস্থাপক ছালামুজ্জামান, এএসএম রায়হান শামীম, সোনালী ব্যাংক দুপচাঁচিয়া শাখার ব্যবস্থাপক মনোয়ার হোসেন, ব্যবসায়ী আব্দুর রাজ্জাক, পৌর কাউন্সিলর ইউনুছ মহলদার মানিক , এ্যাড. উৎপল কুমার বাগচী, ব্যবসায়ী দ্বিজেন্দ্রনাথ বসাক, বনিক সমিতির সভাপতি আলহাজ্ব শামছুদ্দিন আহমেদ প্রমূখ। বক্তারা বলেন, পূবালী ব্যাংক জনতার ব্যাংক। বিশেষ মহল দ্বারা গুজব রটানোর ফলে গ্রাহকরা ব্যাংক বিমুখ হচ্ছে তখন পূবালী ব্যাংকের নতুন শাখার উদ্বোধনের ফলে দুপচাঁচিয়ায় ব্যাংকিক ব্যবস্থার প্রতি গ্রাহকরা উদ্বুদ্ধ হবে। SHARES জেলা/উপজেলা বিষয়: