দুপচাঁচিয়া গার্লস স্কুলে অভিভাবক ও সূধী সমাবেশ অনুষ্ঠিত সময় বার্তা সময় বার্তা প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ, নভেম্বর ১৫, ২০২২ দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : ১৪ নভেম্বর সোমবার দুপচাঁচিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অভিভাবক ও সূধী সমাবেশ বিদ্যালয় চত্বরে প্রধান শিক্ষক আবুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার শরীফ আহম্মদ, প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, আবু আব্দুল্লাহ প্রিন্স, সদর ইউনিয়ন চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, অভিভাবক জাহিদুল হক তালুকদার কাজল প্রমুখ। পরে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প ম শ্রেণির শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মাহমুদুন নবী। SHARES জেলা/উপজেলা বিষয়: