দুপচাঁচিয়ায় নবনির্বাচিত জেলা পরিষদের সদস্য সাঈদ ও মুক্তাকে ছাত্রলীগের সংবর্ধনা

প্রকাশিত: ৮:৩২ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০২২

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ দুপচাঁচিয়া উপজেলা ছাত্রলীগের আয়োজনে বগুড়া জেলা পরিষদের নবনির্বাচিত ৪নং ওয়ার্ডের(দুপচাঁচিয়া) সদস্য আবু সাঈদ ফকির ও ২নং সংরক্ষিত মহিলা সদস্য(দুপচাঁচিয়া আদমদীঘি ও নন্দীগ্রাম) শামীমা আক্তার মুক্তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২২ অক্টোবর শনিবার বিকালে দলীয় কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এমদাদুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক মহসীন আলী,। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন আবু সাঈদ ফকির, শামীমা আক্তার মুক্তা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আ’লীগ নেতা শামছুল আলম টপি, তালোড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মকলেছুর রহমান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আশরাফ আলী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি আব্দুস সবুর খন্দকার,মৎস্য লীগের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ। আলোচনা সভা শেখে নবনির্বাচিত ৪নং ওয়ার্ডের সদস্য আবু সাঈদ ফকির ও ২নং সংরক্ষিত মহিলা সদস্য শামীমা আক্তার মুক্তাকে সম্মননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয় ।