দুপচাঁচিয়ায় প্রয়াত সাংবাদিক হারুনের দশম মৃত্যু বার্ষিকী পালিত

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২২

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি ঃ
০৬ অক্টোবর  বৃহস্পতিবার দুপচাঁচিয়া প্রেসক্লাবের আয়োজনে প্রয়াত সাংবাদিক প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক হারুন-অর-রশিদের দশম মৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রেসক্লাব সংলগ্ন বায়তুর রহমান জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহ্ফিলটি পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা রাসেল।
পরে প্রেসক্লাবে ক্লাবের সভাপতি গোলাম ফারুক এর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কেএম বেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক সাজু মন্ডল, সাহিত্য সম্পাদক প্রভাষক মতিউর রহমান দেওয়ান পলাশ, অর্থ সম্পাদক মেশকাতুর রহমান, কার্যনির্বাহী সদস্য অসীম কুমার দাস, মঈন খান প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, ক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন। উল্লেখ্য ২০১২ সালে এই দিনে আকস্মিক ভাবে উদীয়মান তরুণ সাংবাদিক হারুন-অর-রশিদ বগুড়ার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মাত্র ৪২ বছর বয়সে ইন্তেকাল করেন।