দুপচাঁচিয়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত সময় বার্তা সময় বার্তা প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২২ ফিরোজ হোসেন, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: ০৬ অক্টোবর বৃহস্পতিবার দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, দুপচাঁচিয়া পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম, থানা অফিসারের প্রতিনিধি এসআই আলেফ উদ্দীন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, বীরমুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, সাংবাদিক অরবিন্দ কুমার দাস, গোবিন্দপুর ইউনিয়ন চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক, গুনাহার ইউনিয়ন পরিষদের সচিব পলাশ কুমার সহ প্রমুখ। পরে জন্ম ও মৃত্যু নিবন্ধনে শতভাগ সফলতা অর্জন করায় শ্রেষ্ঠ চেয়ারম্যান গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক ও তালোড়া ইউনিয়ন চেয়ারম্যান মেহেরুল ইসলাম এবং শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ সচিব গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সচিব উত্তম কুমারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সমগ্র সভাটি পরিচালনা করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহ্ মোঃ মাহমুদুন্নবী। SHARES জেলা/উপজেলা বিষয়: