দুপচাঁচিয়ায় চার দিন ব্যাপি সক্ষমতা বৃদ্ধিমুলক বিষয় ভিত্তিক প্রশিক্ষণ সময় বার্তা সময় বার্তা প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২২ মোঃ ফিরোজ হোসেন, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : ২৬ জুলাই মঙ্গলবার দুপচাঁচিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে ইউজিডিপি ও জাইকার অর্থায়নে চার দিন ব্যাপি সক্ষমতা বৃদ্ধিমুলক বিষয় ভিত্তিক কার্যকর পাঠদান পদ্ধতি কৌশল এবং মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপমেন্ট প্রশিক্ষণ উদ্বোধনী সভা পরিষদের পুরাতন ভবনের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাজেদুল আলম, জাইকার সমন্বয়কারী আশরাফ মাহমুদ প্রমুখ। সমগ্র সভাটি পরিচালনা করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মাহমুদুন্নবী। উল্লেখ্য উক্ত প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করছেন। SHARES জেলা/উপজেলা বিষয়: