দুপচাঁচিয়ায় তিনটি ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযান ৬৮ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, জুন ১২, ২০২২

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
১২ জুন রোববার দুপুরে দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড রুপম দাস এর ভ্রাম্যমান আদালত তিনটি ক্লিনিকে অভিযান চালিয়ে ৬৮ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শামছুন্নাহার উপস্থিত ছিলেন।
জানা গেছে, এ দিন ভ্রাম্যমান আদালত উপজেলার তালোড়া বাজারের আব্দুল করিম ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালান। সেন্টারটির লাইসেন্স না থাকায় এবং মেয়াদউত্তীর্ণ ওষুধ ব্যবহার ও অপারেশন থিয়েটার অপরিচ্ছন্নতার অভিযোগে ৩৫ হাজার টাকা,

উপজেলা সদরের মেইল বাসস্ট্যান্ড এলাকার খালেদা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকা অপারেশন থিয়েটার সহ ক্লিনিকটি অপরিচ্ছন্ন থাকার অভিযোগে ২৫ হাজার টাকা ও জে.কে কলেজ গেট সংলগ্ন অনুপম হাসপাতালের লাইসেন্স না থানায় ৮ হাজার টাকা সহ সর্বমোট ৬৮ হাজার টাকা জরিমানা আদায় করেন। সেই সাথে ক্লিনিকগুলোকে লাইসেন্স গ্রহণ সহ সংশোধন হওয়ার জন্য সাত দিনের সময় বেঁধে দেন।