দুপচাঁচিয়ায় প্রয়াত সাংবাদিক স্বপন কুমারের স্বরণ সভা সময় বার্তা সময় বার্তা প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২২ ফিরোজ হোসেন দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: গত ০৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় দুপচাঁচিয়া প্রেসক্লাবে ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক ইত্তেফাক ও দৈনিক করতোয়া উপজেলা প্রতিনিধি প্রথিতযশা সাংবাদিক প্রয়াত অধ্যাপক স্বপন কুমার প্রামানিকের ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। দুপচাঁচিয়া প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের সভাপতি গোলাম ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত স্বরণ সভায় সাংবাদিক স্বপন কুমারের কর্মময় জীবনের উপরে স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন ক্লাবের সাংবাদিক স্বপন কুমারের সহধর্মীনি শিক্ষিকা গৌরী রানী সরকার, তার একমাত্র মেয়ে ডাক্তার সুগন্ধা সিমানা, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রমেন্দ্রনাথ পোদ্দার, সাজু মন্ডল, সাহিত্য সম্পাদক মতিউর রহমান দেওয়ান পলাশ, কার্যনির্বাহী সদস্য কে.এম বেলাল, এ.কে.এম জাহাঙ্গীর আলম, এ.টি.এম সামাদ কোব্বাত, অসীম কুমার দাস সহ প্রমুখ। সমগ্র সভাটি পরিচালনা করেন, ক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন। এদিকে স্বপন কুমারের মৃত্যু বার্ষিকী উপলক্ষে ০৪ ফেব্রুয়ারী শুক্রবার তালোড়ার নিজ বাসভবনে তার আত্মার শান্তি কামনা করে পূজা অর্চনা ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য প্রয়াত সাংবাদিক অধ্যাপক স্বপন কুমার ২০১৩ সালের ৩ ফেব্রুয়ারী মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসা শেষে নিজ বাসভবনে পরলোকগমন করেন। SHARES জেলা/উপজেলা বিষয়: