দুপচাঁচিয়া উপজেলা আ’লীগ থেকে রুপাকে অব্যাহতি সময় বার্তা সময় বার্তা প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২২ দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলা আওয়ামীলীগের সদস্য মাহবুবা নাসরিন রুপাকে উপজেলা আওয়ামীলীগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান ও সাধারণ সম্পাদক এমদাদুল হক যুক্ত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন যে, গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত সংবাদের ঢাকায় সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতি চক্রের সাথে দুপচাঁচিয়া উপজেলা আওয়ামীলীগের সদস্য মাহবুবা নাসরিন রুপার বিরুদ্ধে অভিযোগ তাদের দৃষ্টিগোচর হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তার এমন কর্মকান্ডে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকায় মাহবুবা নাসরিন রুপাকে দুপচাঁচিয়া উপজেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। SHARES সারা বাংলা বিষয়: