দুপচাঁচিয়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পৃথক তিনটি সভা অনুষ্ঠিত সময় বার্তা সময় বার্তা প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২২ দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: ১৯ জানুয়ারি বুধবার দুপচাঁচিয়া উপজেলায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পৃথকভাবে তিনটি সভা উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা নুরুল হুদা, সমাজসেবা কর্মকর্তা ফিরোজশাহ্, থানা পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুর রশিদ সরকার, পল্লী উন্নয়ন কর্মকর্তা আল-মামুন, প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম, জেন্ডার প্রোমটোর শারমিন নাহার, প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক সহ প্রমুখ। সমগ্র সভাটি পরিচালনা করেন, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন পরে ৮টি ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভাপতির হাতে ৮সেট হারমোনিয়াম ও তবলা প্রদান করা হয়। অপর দিকে গ্রাম বিকাশ সংস্থা (জিবিএস) এর আয়োজনে নারী নির্যাতন প্রতিরোধ কমিটির ত্রৈমাসিক সভায় উল্লেখিত কর্মকর্তারা বক্তব্য রাখেন। সমগ্র সভাটি পরিচালনা করেন, বগুড়া কমবেটিং জেন্ডার বেজড ভায়োলেন্স প্রকল্পের সমন্বয়কারী সোহেলিয়া আকতার। পরে একই সভাকক্ষে লিগ্যাল এইড কমিটির দ্বি-মাসিক সভা লাইট হাউজের সমন্বয়কারী সালমা আক্তারের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। SHARES জেলা/উপজেলা বিষয়: